অতিথি পাখির কলরবে মুখর চর কুকরিমুকরি

আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)

প্রকৃতিতে এখন শীতের আমেজ। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে বাংলাদেশের বিভিন্ন স্থানে। এখন অতিথি পাখির কলরবে মুখর চরফ্যাশনের চর কুকরিমুকরি।

চরের বাসিন্দা আলাউদ্দিন মাঝি ও মাছ ব্যবসায়ী মিজান জানান, চর কুকরিমুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের নির্দেশনা অনুযায়ী পাখিগুলো আমরা কোনো শিকারিকে ধরতে দেই না। আমরা দেখে রাখি। প্রতি বছর এই সময় এখানে আসে হাজার হাজার অতিথি পাখি। শীত শেষে চলে যায়।

পর্যটক নুরুল্লাহ মিয়া বলেন, চর কুকরিমুকরিতে রং-বেরঙের পাখির ঝাঁকে ঝাঁকে ছোটাছুটি মন ছুঁয়ে যায়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, অতিথি পাখি সুরক্ষায় এলাকায় মাইকিং করা হয়েছে। যাতে কেউ পাখি শিকার না করে। এ ছাড়া আমাদের গ্রাম পুলিশ সবসময় টহল দেয়।
চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম বলেন, শীতপ্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখর চরফ্যাশনের চরাঞ্চল। প্রায়ই দুর্বৃত্তদের দেওয়া বিষটোপ ও মরণফাঁদে প্রাণ হারায় এসব অতিথি পাখি।

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ ও কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে এবং তাদের সহযোগিতা নিয়ে অতিথি পাখির সুরক্ষায় আমাদের টহল অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights