অনুশীলনে ব্যাট করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত নয় সাকিব

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে সাকিব বাহিনী। ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। কেননা ইতোমধ্যে নিজেদের চার ম্যাচে জয় মাত্র একটি। সে জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে। এরপর টানা তিন হারের মুখ দেখে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের তীব্র গরমে অনুশীলন করেছেন সাকিবরা। রবিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করেছে সাকিব বাহিনী। অনুশীলনে দুইবার ব্যাটিং করেছেন টাইগার অধিনায়ক। সেন্টার উইকেটে ব্যাটিং করার সময় বড় বড় ছক্কা হাঁকান সাকিব। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাম পায়ের মাংসপেশির চোটে পড়েন সাকিব। এই চোট নিয়ে ওই ম্যাচে বোলিং-ফিল্ডিং করলেও পরে তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। একাধিকবার এমআরআই করা হলেও তার অবস্থা পরিষ্কার করে জানায়নি দল।
সাকিবের চোট কোন পর্যায়ের তা বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও জানা গেছে, গ্রেড ওয়ান টিয়ারে ভুগছেন তিনি। এই ধরনের চোটে সাধারণ দশ দিন বিশ্রাম নিতে হয়। চেন্নাইতে ম্যাচ খেলার নয়দিন হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আছে আরও দু’দিন সময়। সাকিবকে সেদিক থেকে পাওয়ার সম্ভাবনা প্রবল। তারপরও প্রোটিয়াদের বিপক্ষে সাকিব মাঠে নামবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

অপরদিকে, অনুশীলনে আসলেও বোলিং করেননি ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। শুধু শ্যাডো প্র্যাকটিস করেছেন। হয়তো প্রোটিয়াদের বিপক্ষে তাসকিনকে সাজঘরে বসে থাকতে হতেও পারে।

আগামী ২৪ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। টানা তিন হারে বিপাকে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জেতার বিকল্প নেই টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights