অন্য কোনো দেশের নাগরিক হলে সেই ব্যক্তির ভোটাধিকার থাকবে না

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করার শর্তে অন্য কোনো দেশের নাগরিক হলে সেই ব্যক্তির ভোটাধিকার থাকবে না। এমনকি বাতিল হবে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি)। প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে এসব বিষয় খেয়াল করার জন্য মাঠ কর্মকর্তাদের বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মু. সরওয়ার হোসেন ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, দ্য বাংলাদেশ সিটিজেনশিপ রুলস ১৯৭৮-এর ৪ নম্বর রুল অনুযায়ী, বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত নাগরিক সনদ, বিয়ের প্রমাণপত্র ও স্বামী, স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। এ ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, বিষয়টি উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা থেকে তার নাম কর্তন করার জন্য নির্দেশনা দিতে পারবে।

প্রবাসীদের আবেদন সাত দিনে নিষ্পত্তির নির্দেশ : প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির এনআইডি অনুবিভাগ থেকে নির্দেশনাটি ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের দাখিল করা জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন পাওয়ার পর বায়োমেট্রিক তথ্য নেওয়াসহ সাত কর্ম দিনের মধ্যে নিষ্পত্তি এবং দুই কর্ম দিনের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ-সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights