অর্থ আদায়ের অভিযোগে কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করলেন বিসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন থেকে ভবনের নকশা (প্লান) অনুমোদন করিয়ে দেয়া এবং ল্যান্ড ইউজ সার্টিফিকেট (এলইউসি) পাইয়ে দেয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগে বেসরকারি প্লার্নিং ফার্ম নির্জয়ের কর্মকর্তা আকাশ দাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মেয়র সাদিক আবদুল্লাহ।

গতকাল রবিবার রাতে মেয়র সাদিক অভিযুক্ত আকাশকে তার নিজ বাসায় ডেকে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে কোতয়ালী মডেল থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সিটি করপোরেশনের প্লানিং শাখার স্থপতি হাসিব মাহমুদ বাদী হয়ে অভিযুক্ত আকাশের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিসিসির প্রধান কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন জানান, নগরীর সিএন্ডবি রোডের বেসরকারি প্লানিং ফার্ম নির্জয়ের কর্মকর্তা আকাশ দাস সিটি করপোরেশন থেকে ভবনের নকশা অনুমোদন করিয়ে দেয়া এবং জমি ব্যবহারের অনুমতিপত্র (এলইউসি) এনে দেয়ার কথা বলে বিভিন্ন সেবা প্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ আদায় করে। এ সংক্রান্ত অভিযোগ জানার পর গত রবিবার রাতে আকাশ দাসকে মেয়র তার কালীবাড়ি রোডের বাসায় ডেকে আনেন। এর আগে মেয়র আকাশ দাসের অর্থ আদায় সংক্রান্ত কিছু প্রমাণপত্র জোগার করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়র প্রমাণপত্র উপস্থাপন করলে আকাশ দাস বিসিসি থেকে প্লান অনুমোদন করিয়ে দেয়া এবং এলইউসি পাইয়ে দেয়ার জন্য অর্থ আদায়ের কথা স্বীকার করেন। তিনি ছাড়াও অন্য প্লানিং ফার্মগুলো একইভাবে জনগণের কাছ থেকে অর্থ আদায় করে বলে মেয়রকে জানান আকাশ। এ সময় মেয়র পুলিশ ডেকে আকাশ দাসকে তাদের হাতে তুলে দেন।

এ ঘটনায় ওই রাতেই বিসিসি’র প্রকৌশল শাখার স্থপতি হাসিব মাহমুদ বাদী হয়ে আকাশ দাসকে অভিযুক্ত করে প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, সিটি করপোরেশনের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আকাশ দাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights