আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচার প্রক্রিয়াকে তরান্বিত করার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে। হাসিনা শুধু একা নয়, তার পরিবার, মন্ত্রী-এমপি, জেলা-উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে যারা দুঃশাসনে লিপ্ত ছিল তাদের ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে।’

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘প্রয়োজন ছিলো তিন মাসের মধ্যেই এসকল বিচার করার। যদি বিচারগুলো হতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না। সাত মাস চলে গেছে এখন পর্যন্ত হাসিনা ও তার পরিবারের বিচার কার্যক্রম শুরু হয়নি। এটি আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তাদের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের।

ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি আহম্মদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights