আট বছর পর স্টিলবর্নের নতুন গান

অনলাইন ডেস্ক

দীর্ঘ আট বছর বিরতির পর নতুন গান এনেছে বাংলাদেশের হার্ডরক ব্যান্ড ‘স্টিলবর্ন’। ‘নির্বাসিত নিয়তি’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি।

২০১৫ সালে পথচলা শুরু করে ‘স্টিলবর্ন’। এই ব্যান্ডদল মূলত ৭০-৯০ এর দশকের হার্ড রক, মেটাল গান দ্বারা প্রভাবিত। তাদের ডেব্যু ট্র্যাক ‘ক্রোধ’ ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল৷

স্টিলবর্ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘নির্বাসিত নিয়তি’ গানটি মূলত একজন মানুষের দ্বন্দ্বময় মানসিক অবস্থা প্রকাশ করে, যে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে সামাজিক হতে, বিশ্বাস-অবিশ্বাসের বেড়াজাল যাকে ঘিরে রেখেছে।
গানটি ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক ইত্যাদিতে পাওয়া যাচ্ছে। মাশরুম এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেটেড তাদের মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে কাজ করছে।

ব্যান্ড লাইনআপ- ভোকাল এবং গীতিকার নোবেল, রিদম/রিফ গিটার এবং ব্যাক ভোকাল তান্না, লিড/সলো গিটারে সামি, বেস গিটারে অমি এবং ড্রামসে বাসিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights