আপনাদের দাবী আমার ছেলে পূরণ করবে” এমপি একরাম

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী ৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য একরামুল করিম এমপি বলেছেন, আমার চেয়ে আমার ছেলের মন আরো বড়, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ছেলেকে আপনারা ভোট দিয়ে সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলে আপনারা আপনাদের সকল দাবি আমার ছেলে পূরণ করবে। যে কোন উন্নয়নে সে তার সর্বচ্চ চেষ্টা দিয়ে করবে, আমি আমার ছেলেকে আপনাদেকে দিয়ে দিলাম সেও এখন সুবর্ণ সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেয়” পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবর্ণচর উপজেলার আব্দুল্ল্যাহ মিয়ারহাট ব্যবসায়ীদের পক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বলেন তিনি।

মঙ্গলবার (৩ এপ্রিল, ২২ রমজান) স্থানীয় আব্দুল্যা মিয়ারহাট বাজারে এই ইফতার ও দোয়ার আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ মিয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসান এর পরিচালনায় এবং চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেহ উদ্দিন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী- ৪ সদর সুবর্ণচর সংসদ সদস্য এমপি একরামুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১ নং চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম বিএসসি, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক, ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব, ৫ নং চর জুবীলি ইউনিয়নের চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল্ল্যাহ খসরু, ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা সম্বাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্যাহ আল মামুন জাবেদ, সুবর্ণচর উপজেলা সাবেক ছাত্রনেতা নুর হোসেন পন্ডিত, ৫ নং চরজুবিলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ উপজেলার সকল স্তরের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একরামু্ল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী আসন্ন উপজেলা নির্বাচনে সুবর্ণচর উপজেলা পরিষদের সম্বাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিগত এক মাস ধরে সুবর্ণচরে বিভিন্ন অনুষ্টান আয়োজন করছে সুবর্ণচর উপজেলার নেতৃবৃন্দ।

শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে
সাবাব চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করাতে একরামুল করিম চৌধুরী এমপি উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights