আবু সাঈদ হত্যা : ‘নামমাত্র শাস্তি’ প্রত্যাখান করে বেরোবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শহীদ আবু সাঈদ হত্যা ও জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অপরাধীদের নামমাত্র শাস্তি প্রত্যাখান করে মানববন্ধন সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের মিডিয়া চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আহসান হাবীব, রহমত আলী প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ হত্যাসহ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। অথচ গণঅভ্যুত্থানের পর সেই অপরাধীদের শুধুমাত্র দুই সেমিস্টার বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা এখন প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। এই নামমাত্র শাস্তি নিশ্চিত করা অভ্যূত্থানের চেতনার পরিপন্থি। অবিলম্বে অপরাধীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদের সার্টিফিকেট বাজেয়াপ্ত করার দাবি জানানো হয় মানববন্ধনে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আবু সাঈদকে হত্যা করেছে, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা চাই দ্রুত অপরাধীদের স্থায়ী বহিষ্কারসহ যাদের ছাত্রত্ব নেই তাদের সার্টিফিকেট বাজেয়াপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’