আব্দুস সালামের মুক্তির দাবিতে ৭১ বীর মুক্তিযোদ্ধা ও ১৯ বিশিষ্টজনের বিবৃতি

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের মুক্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের ৭১ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৯ জন বিশিষ্ট নাগরিক।

রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার আব্দুস সালামকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি। পারিবারিক সূত্র বলছে- তিনি অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বিবৃতিতে আরও বলা হয়, আব্দুস সালাম দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। তার সুস্থতার বিষয়ে সবাই উদ্বিগ্ন। তাই দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য আবদুস সালামের মুক্তির দাবি করছি।
এই যৌথ বিবৃতিতে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চোধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মদ বীর বিক্রম ও ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তমসহ মোট ৯০ জন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights