‘আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক’

অনলাইন ডেস্ক

এশিয়া কাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে সাকিবরা। আর তাই ঘুরে ফিরে আসছে মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গ। বিশ্বকাপ কিংবা তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই ক্রিকেটারকে দলে দেখতে আগ্রহী সকলেই।

অধিনায়ক সাকিবও যেন সায় দিলেন মাহমুদউল্লাহ ইস্যুতে। গতকাল কলোম্বোতে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, সাত নম্বর পজিশনে খেলা আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী কেউই ভালো করতে পারেননি। এ নিয়ে প্রশ্ন হলে সাংবাদিকের ভুল ধরিয়ে দিয়ে সাকিব জানিয়েছেন, রিয়াদের জায়গায় খেলছেন তাওহীদ হৃদয়। প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন সাকিব।

তিনি বলেন, ‘দেখেন, প্রথম শেষ তিন সিরিজে রিয়াদ ভাই ছিল না। তখন এসব কথা আপনারা বলেছেন কি না আমি জানি না। এখন বলছেন (হাসি)। আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক। এই বিষয়টা। দেখুন, আপনি আরেকটা ভুল প্রশ্ন করলেন। রিয়াদ ভাইয়ের জায়গায় যখন কাউকে আনা হয়েছিল দলে, সেটা ছিল তাওহীদ হৃদয়। ’
বিশ্বকাপের স্কোয়াড আইসিসির কাছে জমা দিলেও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। আগামী ২৭ সেপ্টেম্বর অবধি কোনো কারণ ছাড়াই বদল আনা যাবে। এর মধ্যে আছে নিউজিল্যান্ড সিরিজ। সাকিব বলছেন, এখনও সবারই সুযোগ আছে।

তিনি বলেন, ‘সবারই সুযোগ আছে। কারণ আমাদের বেশিরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি, অনেক ভ্রমণও করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights