আমিরাতের মধ্যস্থতায় যে বিষয়ে ঐকমত্যে পৌঁছলেন পুতিন-জেলেনস্কি

অনলাইন ডেস্ক

সফল হল সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতিতে বুধবার যুদ্ধবন্দি বিনিময় করল দু’দেশের সেনাবাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ‘দীর্ঘ এবং জটিল আলোচনাপর্ব’ সফল হয়েছে। বিবৃতিতে জানানো হয়, “ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।”

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দফতর জানিয়েছে, রুশ সরকার বন্দি ২০০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিককে তাদের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোরে সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দিয়েছিলেন পুতিন। গত ২৩ মাসের যুদ্ধে এর আগেও কয়েকবার বন্দি বিনিময় করেছে দুই দেশ। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights