আরেক হত্যা মামলায় ফজলে করিমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিকী এ আদেশ দেন। সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় তাকে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, ‘চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে আনা হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া স্বাপেক্ষে শ্যোন অ্যারেস্টের আবেদন করে পুলিশ। এরপর আদালত শ্যোন অ্যারেস্টের আদেশ দেয়।’
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হয়ে মারা যান ফজলে রাব্বি নামে একজন। এ ঘটনায় গত ২১ আগস্ট ফজলে রাব্বির বাবা মো. সেলিম বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২৭০ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল। ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় এবিএম ফজলে করিম চৌধুরীকে।