আশুলিয়ায় বাসে আগুন : ভিডিও দেখে ছয় জন গ্রেফতার
অনলাইন ডেস্ক
ভিডিও দেখে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের সদস্য বলে জানিয়েছে পুুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেফতাররকৃতদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।
পুলিশ জানিয়েছে, ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।
তাদের ৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ৭ আগস্ট বাকি ৩ জনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গত ২৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনসহ নামীয় আসামিসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন।
সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি।
এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এ সময় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ভিডিও দেখে অনেক আসামিকেই চিহ্নিত করা গেছে। তাদের মধ্য থেকে প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আরও ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।