ইউক্রেনে ফরাসি সেনা ঢুকলে রাশিয়া লাভবান হবে : মেদভেদেভ

অনলাইন ডেস্ক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারপারসন দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন থেকে ফরাসি সেনাদের ‘নির্মূল’ করা রাশিয়ার সশস্ত্র বাহিনীর জন্য কঠিন হবে না।

মঙ্গলবার রাশিয়ার বিদেশি গোয়েন্দা (ফরেন ইন্টেলিজেন্স) সার্ভিসের পরিচালক সের্গেই নারিশকিন বলেন, ইউক্রেনে যাওয়ার জন্য ফ্রান্স প্রায় দুই হাজার সেনার একটি দল প্রস্তুত করছে। এরপর দেশটির সাবেক প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।

মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, আসলে আমাদের উদ্দেশ্য সফলের জন্য ফরাসিরা অস্থির। ‘ব্যান্ডেরাল্যান্ডে’ কয়েকটি রেজিমেন্ট প্রেরণ করলে ভাল হবে। এত সংখ্যক সৈন্যকে লুকিয়ে রাখা ফ্রান্সের জন্য খুব সমস্যাযুক্ত হবে। তাই পদ্ধতিগতভাবে তাদের নির্মূল করা খুব কঠিন কাজ হবে না। তা হবে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এ সময় তিনি ইউক্রেনে ফরাসি সৈন্য পাঠালে সেটার ইতিবাচক দিকের কথা ভেবে তার আনন্দ প্রকাশ করেন্
মেদভেদেভ বলেন, ফ্রান্সের পরাজয় দেখে ইউরোপের অন্যান্য উচ্ছৃঙ্খল মূর্খদের জন্য এটা একটা ভালো শিক্ষা হবে।

প্যারিসে ইউক্রেনের ওপর একটি সম্মেলনের পর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের জোনে পশ্চিমা স্থল সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো এ সংঘাতে রাশিয়ার বিজয় ঠেকাতে ‘যা প্রয়োজন তা করবে’।

রুশ বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান গতকাল বলেন, ফ্রান্স ইউক্রেনে পাঠানোর জন্য ২ হাজার সৈন্যের একটি সামরিক দল প্রস্তুত করছে।

তিনি বলেন, ফরাসি সামরিক বাহিনী ‘ভয় করে’ এত বড় সামরিক ইউনিট ইউক্রেনে গোপনে স্থানান্তর এবং স্থাপন করা যাবে না। সুতরাং এটি রাশিয়ান সশস্ত্র বাহিনীর আক্রমণের জন্য একটি বৈধ লক্ষ্য ও অগ্রাধিকার হয়ে উঠবে। এর মানে হলো, তারা (ফরাসি সৈন্যরা) ওই সব ফরাসিদের মতো একই ভাগ্য ভোগ করবে, যারা পূর্বে রাশিয়ায় হামলা করতে এসেছিল। অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights