ইউপি চেয়ারম্যানকে গুলি: জনপ্রতিনিধিদের বিক্ষোভ মিছিল
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর রশিদ খানের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন জনপ্রতিনিধিরা। এর আগে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তারা।
এতে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র এডভোকেট আয়েশা আক্তার প্রমুখ।
বক্তারা সারাদেশের উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদের ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান নিয়োগের দাবি করেন। একই সাথে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ খানকে হত্যা চেষ্টায় জড়িতদের বিচার দাবি দাবি করেন তারা। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি নিজ বাসভবনে তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গুলি করে। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।