ইনজুরিতে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে নেই ম্যাট হেনরি

চোট থাবা বসিয়েছে নিউজিল্যান্ড শিবিরে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাট হেনরিকে পাবে না কিউইরা। তলপেটের চোটে ভুগছেন ৩১ বছর বয়সী পেসার। সাদা বলের পর পর দুইটি সিরিজে তাকে না পাওয়ার কথা রবিবার (০৮ জানুয়ারি) জানায় নিউজিল্যান্ড ক্রিকেট।

পাকিস্তান সফরে করাচিতে দ্বিতীয় টেস্টের শেষ দিন চোট পান হেনরি। টেস্ট দলের যারা ওয়ানডে স্কোয়াডে নেই, তাদের সঙ্গে দেশে ফিরে যাবেন হেনরি। এখনও তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।

হেনরির অনুপস্থিতিতে একাদশের দরজা খুলে যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি শিপলির। ঘরোয়া ক্রিকেটে গত দুই বছরে ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ২৬ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার সাদা বলের সিরিজের দলে ডাক পান। এদিকে, মাঠের বাইরে কাইল জেমিসন ও অ্যাডাম মিল্নের সঙ্গী হলেন হেনরি। গত সপ্তাহে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন মিল্নে।
প্রসঙ্গত, পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আজ সোমবার। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। ভারত সফরের তিন ওয়ানডে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ভারতের তিনটি টি-টোয়েন্টিও খেলবে কিউইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights