ইফতার নিয়ে অসহায়দের পাশে ইউএনও
মেঘলা আকাশ, চারদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৈরী এ আবহাওয়ায় উপেক্ষা করে ইফতার নিয়ে ছুটছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার গণমোড়, হলবাজার, তরুণ মোড়সহ আশপাশের এলাকার অন্তত ৪০ জনকে ইফতারের প্যাকেট তুলে দেন। ইফতার মেয়ে রীতিমত অবাক অসহায়, দুস্থ ও পথচারীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউিএনও) বিতান কুমার মণ্ডল বলেন, প্রশাসনের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসন সর্বদায় জনকল্যাণে কাজ করে আসছে। নিয়মিত কাজের অংশ হিসেবে আজ পথেঘাটে ও ফুটপাতে বেরিয়ে ৪০ জনকে ইফতারে প্যাকেট দেওয়া হয়েছে।