ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মশাল মিছিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজধানীর শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার রাতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের’ আয়োজনে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় মশাল মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে প্রদিক্ষণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জনগণের পকেট কেটে পুলিশ পোষা চলবে না। এখন আর আগে স্বৈরাচার হাসিনা দেশে নেই যে পুলিশ এমন বর্বরোচিত হামলা করবে। ফ্যাসিস্টরা এখনো দেশে লুকিয়ে আছে। নতুবা পুলিশ এমন হামলা কেন করবে। পুলিশ কি তাহলে হাসিনার মতো নিষ্ঠুর আচরণ করছে রাজপথে।
শিক্ষার্থীরা আরও বলেন, আজকে পুলিশ যে হামলা করেছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক। শিক্ষকরা যে ২-৩ হাজার টাকা বেতন পায় তাতে তাদের সংসারই চলে না। আমরা হামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ দাবি জানাই।
উল্লেখ্য, ইবতেদায়ী মাদ্রাসা চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাঁধার সম্মুখীন হন। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।