ইয়ামালের এক জার্সির দাম সাড়ে ৪০ লাখ, মেসির থেকেও এগিয়ে?
অনলাইন ডেস্ক
লামিনে ইয়ামাল, বয়সটা মাত্র ১৭। যাকে বলা হয় স্প্যানিশ বিস্ময়বালক। স্পেন এবং বার্সেলোনার জার্সিতে এখনই তিনি নির্ভরযোগ্য ফরোয়ার্ডে পরিণত হয়েছেন। কাতালান ক্লাবটিতে তাকে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি বলেও বিবেচনা করছেন অনেকেই। সেই আলোচনা ভবিষ্যতের জন্য তোলা থাকুক। তার আগে দুজনের একটি তুলনা সামনে এসেছে। দাতব্য কাজের জন্য করা নিলামে ইয়ামালের একটি জার্সির দাম উঠেছে প্রায় সাড়ে ৪০ লাখ টাকা।
তবে এমন নিলামে সর্বোচ্চ দামের রেকর্ডটি অনেক আগে থেকেই আর্জেন্টাইন মহাতারকা মেসির দখলে। বিশ্বের সবচেয়ে বড় স্মারক প্রতিষ্ঠান ‘ম্যাচওর্নশার্ট’ (MatchWornShirt) দাতব্য কাজের জন্য তারকা ফুটবলারদের জার্সি নিয়ে নিলাম করে থাকে। ২০২৪ সালের নভেম্বরে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছিল। সেখানকার দুর্গত মানুষের সহায়তার লক্ষ্যে সম্প্রতি বার্সা তারকা ইয়ামালের একটি জার্সি নিলামে তুললে দাম ওঠে ২৭ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪০ লাখ টাকা।
বন্যা-কবলিত ঘটনায় সহায়তার লক্ষ্যে চলমান প্রজেক্টে বার্সেলোনা ডার্বির একটি ম্যাচের বেশ কিছু জার্সি নিলামে তোলা হয়। যেসব জার্সি পরে কাতালান শহরটির দুটি ক্লাব বার্সেলোনা-এস্পানিওল এর ফুটবলাররা মুখোমুখি ম্যাচটি খেলেছিলেন। জানুয়ারির ১৯ তারিখ পর্যন্ত হয়েছিল সেই নিলাম। যেখানে দর্শক ও আগ্রহী যেকোনো নাগরিক সরাসরি অংশ নিয়েছেন। এই নিলামে সবচেয়ে জনপ্রিয় ছিল ইয়ামালের জার্সি, অর্থাৎ তার জার্সিটিরই সর্বোচ্চ দাম ওঠে।