ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে: বাইডেন

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যেকোনো সময় পুরো এই অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এদিকে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহেরানে তেল স্থাপনায় হামলা চালাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তিনি এ কথা বলেন। লেবাননে যখন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তখন বাইডেন এমন হুঁশিয়ারি দিলেন। খবর রয়টার্স

মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের চিরশত্রু ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরায়েলকে তেহেরানের তেল স্থাপনায় হামলা চালাতে ওয়াশিংটন সমর্থন দেবে কিনা তা জানতে বাইডেনের কাছে প্রশ্ন করা হয়। জবাবে বাইডেন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করছি।
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলে দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন।

বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন সিএনএনকে বলেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার দেশের অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে এবং তেল আবিব শিগগির সেই পদক্ষেপ দেখাবে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছে, তেহেরানের বিরুদ্ধে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে ওয়াশিংটন কিছুই জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights