ইসরায়েলের মুহুর্মুহু বোমায় যোগাযোগ বিচ্ছিন্ন গাজা, মার্কিন কংগ্রেসওম্যানের ক্ষোভ

অনলাইন ডেস্ক

শুক্রবার রাতভর ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু বোমা হামলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এতে বন্ধ হয়ে গেছে গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মাধ্যমে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ এই উপত্যকা।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।

এ ঘটনা নিন্দার জানিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করে বলেছেন, কেউ কীভাবে এর পক্ষ নিতে পারে।
প্রগতিশীল মার্কিন এই কংগ্রেসওম্যান লিখেছেন, “২২ লাখ জনসংখ্যার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করা অগ্রহণযোগ্য।”

তিনি আরো লেখেন, “সাংবাদিক, চিকিৎসা কর্মী, মানবিক কার্যক্রম এবং নিরপরাধ মানুষজন সবাই সেখানে বিপদগ্রস্ত। আমি জানি না কীভাবে এই ধরনের কাজকে সমর্থন করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে এই ধরনের কাজের নিন্দা করে থাকে।” সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights