উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছরের এনসুবুগা

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম খেলতে নামছে উগান্ডা। যার জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগাকে দলে রেখেছে তারা। ৫৪ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৫৫ উইকেট শিকার করেছেন এই স্পিনার। ২০২২ সালে বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে কেনিয়ার বিপক্ষে নেওয়া তার একটি দুর্দান্ত ক্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে যায়।

সবকিছু ঠিক থাকলে হয়তো এনসুবুগাই হবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। তার চেয়ে দুই বছর ছোট মোহাম্মদ নাদিম ও নাসিম খুশিও এবার বিশ্বকাপ খেলবেন ওমানের হয়ে।

উগান্ডার বিশ্বকাপ স্কোয়াড:
ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসজি, রজার মুকাসা, কসমাস কাইউতা, দীনেশ নকরানি, ফ্রেড আচেলাম, কেনেথ ওয়াইসোয়া, ফ্রাঙ্ক এনসুবুগা, হেনরি সেনিয়োদো, বিলাল হাসান, রবিনসন ওবুয়া, রিয়াজাত আলী শাহ, জুমা মিয়াজি, রোনাক প্যাটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights