উড়োজাহাজের যন্ত্রাংশ ইউক্রেনে পাচার করা চোরাকারবারি দল গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তারা একদল চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এই চোরাকারবারিরা সামরিক উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা করে। এদের কেউ কেউ ইউক্রেনেও যান।
ফেডারেল সিকিউরিটি সার্ভিসের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, এই চোরাকারবারিরা রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর নাগরিক।
এফএসবি জানিয়েছে, গ্রুপটি রাশিয়ায় সামরিক বিমান এবং হেলিকপ্টারের যন্ত্রাংশ ক্রয় ও মেরামত করেছে। এরপর সেগুলো তারা বিদেশি বিক্রেতাদের কাছে বিক্রয় করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে কাজ করছেন গ্রেফতারকৃতদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি ১ হাজারেরও বেশি পিস সামরিক উড়োজাহাজের যন্ত্রাংশ, যন্ত্রাংশ মেরামতের ডকুমেন্টসহ তাদেরকে গ্রেফতার করেছে। এগুলো তারা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য করছিল তার প্রমাণও মিলেছে। সূত্র: আল জাজিরা