উত্তর কোরিয়ার সামরিক লক্ষ্য নিয়ে যা জানা গেল
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ২০২৩ সালে তার দেশের সামরিক বাহিনীর জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়, ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির চলমান বৈঠকে উন লক্ষ্যগুলো প্রকাশ করেন।
কেসিএনএর প্রতিবেদনে সেনাবাহিনীর নতুন লক্ষ্যগুলো সম্পর্কে অবশ্য বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে এর মধ্য দিয়ে আগামী বছর ব্যাপক মাত্রায় অস্ত্র পরীক্ষা ও উত্তেজনা বিরাজ করার আভাস মিলেছে।
বুধবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দিনের সমাবেশ ছিল। এদিন কিম জং–উন কোরীয় উপদ্বীপে নতুন করে তৈরি হওয়া চ্যালেঞ্জিং পরিস্থিতি পর্যালোচনা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তৃতীয় প্রজন্মের এ নেতা ‘শত্রুর বিপক্ষে লড়াই’-এর দিকনির্দেশনা দিয়েছেন এবং প্রতিরক্ষা শক্তি জোরদারের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।