উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র অবাক হবে না

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়া যদি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন তাতে অবাক হবে না। সিবিএস চ্যানেলের জনপ্রিয় টক শো ‘ফেস দ্য নেশন’–এ অংশ নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার এই মন্তব্য করেছেন।

জ্যাক সুলিভান বলেন, ‘বিভিন্ন মার্কিন প্রশাসনের সময় উত্তর কোরিয়ার সপ্তম পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ দেখা গেছে। আমিও এটা নিয়ে উদ্বেগে ভুগেছি।’ তিনি বলেন, উত্তর কোরিয়া যদি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েও ফেলে, তাতে অবাক হবে না ওয়াশিংটন। তবে নতুন করে পারমাণবিক পরীক্ষার তাৎক্ষণিক লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর মধ্য আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বৃহস্পতিবারও নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানিয়েছে পিয়ংইয়ং। হোওসং-১৮ নামের এই ক্ষেপণাস্ত্র জাপান সাগরে ১১শ কিলোমিটার উড়ে যেতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ ৬ হাজার ৬৪৮ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এটি।
উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির উত্তেজনার পারদ বেড়েছে। এর মূল কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি।

গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এরপর তার দেশের সামরিক বাহিনীকে একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।

উত্তর কোরিয়ার এমন কার্যক্রমের সমালোচনা করেছে জাতিসংঘ, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights