উপকূলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দুর্যোগপ্রবণ উপকূল এলাকা পরিদর্শন করবেন। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার মজাহার উদ্দিন কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। গতকাল দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার প্রথম দিন পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। পটুয়াখালীর পাশাপাশি সাতক্ষীরার কয়রাতেও যেতে পারেন। অন্য কোনো জায়গায় নামবেন কি না- এমন তথ্য নেই। তবে পটুয়াখালীর কলাপাড়াতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরপর তাঁর পায়রা বন্দরে যাওয়ার কথা রয়েছে।’

রিমাল পরিস্থিতি মনিটরিং করেছেন প্রধানমন্ত্রী : ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর রাত পর্যন্ত পরিস্থিতি মনিটর করেছেন। প্রধানমন্ত্রী নিজেই সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করে পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হয়। পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন। এ সময় সচিব বলেন, সোমবার দিবাগত রাত ২টা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন প্রধানমন্ত্রী। সব সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। ঘূর্ণিঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুর্যোগ মন্ত্রণালয়কে রবিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights