উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল মঞ্চের পথে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও উরুগুয়ের মাঝে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। ম্যাচজুড়ে ছিল হাতাহাতি ও স্লেজিং। যার পরিণতি হিসেবে ইনজুরি সময়ে রেফারির লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
এদিন বল দখলে উরুগুয়ে এগিয়ে থাকলেও আক্রমণের সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। সেই সুযোগগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন থিয়েগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জাল। উরুগুয়ের মাঠে জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা।
শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ইনজুরির কারণে মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা।
বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প্যারাগুয়ে।
টানা তিন হারে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। নিজেদের পরের ম্যাচে বলিভিয়া (১৩) পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা।