এল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

অনলাইন ডেস্ক
পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। নিহতদের মধ্যে নারীও রয়েছেন। দেশটির রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি, কয়েকজন নারীও রয়েছেন। নিহতদের মধ্যে অনেকের বয়সই ১৮ বছরের বেশি। জানা গেছে, মূলত গেট বন্ধ হওয়ার পরও বিপুল সংখ্যক ফুটবল ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হওয়ার পর এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিবিসি বলছে, মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা ভিত্তিক দল ফাসের মধ্যে ম্যাচ চলাকালীন এই পদদলনের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ মিনিট খেলার পর ম্যাচটি স্থগিত করা হয়।
এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইট করে বলেছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর পাশাপাশি স্টেডিয়ামে কাছাকাছি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights