কক্সবাজার-৪: ভোট বর্জন করলেন লাঙ্গলের প্রার্থী নুরুল আমিন সিকদার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল মার্কার নুরুল আমিন সিকদার ভোট্টু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ায় সংবাদ সম্মেলন করে তিনি বলেন, সকালে ঘণ্টা দু’য়েক সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, নাঙ্গল মার্কার এজেন্টকে বের করে দেয়। তিনি আরও বলেন, বিষয়টি সহকারী রির্টারিং কর্মকর্তা ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের অনিয়মের বিষয়টি বারবার অবহিত করেও কোন প্রতিকার পাইনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নির্বাচনটি জাতির সামনে একটি ন্যাক্কারজনক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। তাই এ ধরনের তামাশার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোটে অংশগ্রহণ থেকে প্রার্থিতা বর্জন করেছি।’
এ সময় জাতীয় পার্টির নেতা নুরুল বশর ভুইয়া ও মোহাম্মদ হাসেম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights