কলাপাড়ায় নারী ও শিশু পাচার মোকাবিলায় প্রশিক্ষণ

কালাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নারী ও শিশু পাচার মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনসিয়র প্রোটেকশন অ্যান্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড অ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন আয়োজন করে। এতে ধর্মীয় স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড কনসার্ন ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়, ইউপি সদস্য হামিদুল ইসলাম, পুরোহিত মিহির চক্রবর্তী, শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার ও মিলন কর্মকার রাজু প্রমুখ।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা নারী ও শিশু পাচার বন্ধে এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে গ্রুপ ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যা তুলে ধরেন। একই সাথে মানবপাচার আইন বিষয়ে দিকসমূহ উপস্থাপন ও হট লাইন নম্বরে দ্রুত এই বিষয় জানিয়ে মানবপাচার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights