কলাপাড়ায় সাত ব্যবসায়ীকে জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদউর্ত্তীন ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে সাতজন ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৌরশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সহযোগীতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার কর্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, বিভিন্ন অপরাধে সাতজন ব্যবসায়ীকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।