কাঠের নৌকায় ইন্দোনেশিয়ায় আরও ১৮৪ রোহিঙ্গা

একটি কাঠের নৌকায় করে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে আরও ১৮৪ রোহিঙ্গা। রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে নৌকাটি ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে পৌঁছায়।

ওই নৌকায় ৬৯ পুরুষ, ৭৫ নারী ও ৪০ জন শিশু ছিল বলে জানিয়েছে আচেহ অঞ্চলের স্থানীয় পুলিশ প্রধান ইরওয়া ফাহমি রামলি।

রামিল বলেছেন, ‘তারা (রোহিঙ্গারা) সাধারণত স্বাস্থ্যবান। তবে তাদের সাথে থাকা এক গর্ভবতী নারী ও চারটি শিশু অসুস্থ।’
অসুস্থদের চিকিৎসকের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এই রোহিঙ্গাদের স্থানীয় সরকারের শরণার্থী শিবিরে পাঠানো হবে বলেও জানিয়েছেন রামলি।

জানা গেছে, ওই নৌকাটি ২০২২ সালের ডিসেম্বর মাসের ১০ তারিখ বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights