কানাডায় ছুরিকাঘাতে নিহত ৩
ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে মন্ট্রিল হার্ট ইনস্টিটিউটের কাছে একটি বড় পুলিশি অভিযান চালানো হয়েছে
কানাডার মন্ট্রিলে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রেডিও কানাডার বরাতে শুক্রবার এই তথ্য জানায় সিবিসি।
ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে মন্ট্রিল হার্ট ইনস্টিটিউটের কাছে একটি বড় পুলিশি অভিযান চালানো হয়েছে।
মন্ট্রিল পুলিশের মুখপাত্র জুলিয়েন লেভেস্ক বলেছেন, পুলিশ সকাল ৯টা ২০ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯১১ এ কল পায়। এতে জানানো হয়, বেলেঙ্গার স্ট্রিটের একটি বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তিন ভুক্তভোগীকে পায়।