কালীগঞ্জে ৫ জয়িতা নারীকে সম্মাননা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
”জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজ
উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালীগঞ্জে ৫ নারীকে জয়িতা
সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন
প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সোমবার
বেলা ১১ টায় নির্বাচিত জয়িতাদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও
উপহার তুলে দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
তাসলিমা খাতুনের সভাপতিত্বে পরিষদের হলরুমে আয়োজিত
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
দেদারুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও মহিলা বিষয়ক
কর্মকর্তা সঞ্চালনায় এ অনুষ্টানের মাধ্যমে উপজেলাতে বিভিন্ন
ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাদের নাম ঘোষনা করা হয়।
নির্বাচিত জয়িতারা হলেন- নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে
নতুন উদ্যমে জীবন শুরু করা নারীদের মধ্যে উপজেলার সুন্দরপুর
বাজারের লেডিস কর্ণার প্রতিষ্টানের স্বর্তাধিকারী রত্না
বেগম, সফল জননী নারী হিসেবে উপজেলার বারইপাড়া গ্রামের
তাপসী রানী সাহা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য সলিমুন্নেছা
বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুননেছা,
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার বেথুলী
গ্রামের মাহমুদা নাসরিন লিমা এবং সমাজ উন্নয়নে অসামান্য
অবদান রাখায় সাবিয়া সুলতানা লতাকে জয়িতা হিসেবে
সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভাতে বক্তব্য
রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, নবচিত্রের
প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, প্রথম আলোর
সাংবাদিক আজাদ রহমান, সমকালের জামির হোসেন ও রানারের
হুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্টানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা
সমিতি, গনমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগন
উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights