কিংসের কাছে বিধ্বস্ত পুলিশ

অনলাইন ডেস্ক

তিন দিনের ব্যবধানে পুলিশ এফসিকে আবারও হারাল বসুন্ধরা কিংস। আগের জয়টি ছিল ফেডারেশন কাপে। এবার প্রিমিয়ার লিগে দাপুটে জয়ে নতুন বছর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগ ম্যাচে ৫-০ গোলে জিতেছে কিংস।

জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন ফার্নান্দেস। একটি করে গোল করেন মজিবুর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা।

দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশ এফসির পয়েন্ট ৬।

ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদে ফাহিম লম্বা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। অরক্ষিত ফার্নান্দেস দারুণ প্লেসিংয়ে খুঁজে নেন জাল।

ত্রয়োদশ মিনিটে ইসা ইজেহর লম্বা পাস ধরে বাম পায়ের বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার জনি। ৩৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেস। ফাহিমের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর বল যায় ফের্নান্দেসের কাছে। জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো এক গোলে ফর্টিসের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় কিংস।

মিগেল ফিগেইরার বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে জনি বল পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, নিখুঁত টোকায় স্কোরশিটে নাম তোলেন রাকিব। গত নভেম্বরের পর লিগে প্রথম জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড।

শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পুলিশের মোরেনো গুইতো। এরপর যোগ করা সময়ে মিগেল ফিগেইরা গোল করলে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights