কিছুটা কমেছে মরিচের দাম, সবজিতে অস্থিরতা

অনলাইন ডেস্ক

সরবরাহ বাড়ায় কিছুটা কমছে কাঁচা মরিচের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। তবে আবারও চড়েছে সবজির বাজার। অধিকাংশ সবজির দামই কেজিতে ৫০-৭০ টাকার উপরে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান, ভাটারা নতুনবাচার ও হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারগুলো কয়েকদিনের ব্যবধানে কেজিতে ৩০-৪০ টাকা দাম কমেছে কাঁচা মরিচের। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের শেষদিকে এসে বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কমছে। আর ক্রেতারা বলছেন, শুধু কাঁচা মরিচের দাম কমলেই হবে না, অন্যান্য পণ্যের দাম কমাও জরুরি।

এদিকে অধিকাংশ সবজির দামই কেজিতে ৫০-৭০ টাকার উপরে। বেগুন কেজিতে ৬০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর করলা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০, শসা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি ১৭০ টাকা এবং লেয়ার ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতারা বলছেন, দু-একটির দাম ওঠানামা করলেও বাড়তির দিকে সব ধরনের সবজির দাম। এতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠার অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights