কেশবপুরে গাঁজা সেবনকরার অপরাধে ১৫ দিনের কারাদণ্ড
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ- যশোরের কেশবপুর গাঁজা সেবন করার অপরাধে শফিকুল ইসলাম নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন গ্রাম্যমান আদালত।
কেশবপুর পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় প্রকাশ্য দিবালোকে গাঁজা সেবনের অপরাধে শফিকুল ইসলাম (৫০) নামে এক গাঁজা সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। গাঁজা সেবন কারি শফিকুল ইসলাম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জজ আলী সরদারের ছেলে।