কেশবপুরে ৬ দফা দাবীতে চিকিৎসকদের মানববন্ধন

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)৷ যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে রবিবার (১৬ জুলাই) সকালে চিকিৎসা সংক্রান্ত জটিলতার অর্থ, ভুল চিকিৎসা নয়। “ভুল চিকিৎসা ” প্রমাণিত হলে অবশ্যই নিয়ম অনুযায়ী শাস্তি প্রাপ্য।

কিন্তু কোন কিছু প্রমাণ হবার আগে, তদন্ত ছাড়াই “ভুল চিকিৎসা” বলে চিকিৎসকদের হয়রানি করা, গ্রেপ্তার করা কোন আইনসিদ্ধ বিষয় নয়। চিকিৎসক যতক্ষন কর্মক্ষেত্রে নিরাপদে, নির্ভয়ে চিকিৎসা দিতে না পারবে, সুষ্ঠু চিকিৎসাদান কার্যক্রম ব্যহত হবে।

মানববন্ধনে চিকিৎসকগন সুষ্ঠ চিকিৎসা দানের স্বার্থেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, চিকিৎসক ও রোগী সুরক্ষা আইন প্রণয়ন, বিনা তদন্তে “ভুল চিকিৎসা ” ঘোষণা বন্ধ করা, তদন্তে দোষী সাব্যস্ত হবার আগে কোন চিকিৎসক গ্রেপ্তার না করা, চিকিৎসার জটিলতাকে “ভুল চিকিৎসা ” হিসেবে অপব্যাখ্যা না দেওয়া, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় বিনা বিচারে গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights