খাগড়াছড়িতে অবৈধ জ্বালানি কাঠসহ গাড়ি জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়ছাড়ি বন বিভাগ অভিযান চালিয়ে খাগড়াছড়ি দীঘিনালা সড়কের জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সংলগ্ন এলাকা থেকে জ্বালানি কাঠসহ ২ জীপ (চাঁদের গাড়ি) জব্দ করেছে।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, র্দীঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বন থেকে জ্বালানি কাঠ নিয়ে পাচার করে আসছে।
তিনি আরো জানান, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় র্কমর্কতা ফরিদ মিঞার নির্দেশে আমরা এসব অবৈধ কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করছি। বর্তমানে কাঠসহ জীপ গাড়ি ২টি বন বিভাগের অফিস কার্যালয়ে রয়েছে। মামলার প্রস্তুতি চলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights