খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

‘খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন,’ ক্ষমতাসীনদের উদ্দেশ্যে এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন না করে ক্ষমতায় যেতে পারলে কী আনন্দ, তাই না! খুবতো বলেছিলেন খেলতে চান, তাহলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন।’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের কথার মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। তাদের বিবেক আছে, কিন্তু কথার মধ্যে মিল নেই। চতুরদিকে অন্ধকার দেখছে সরকার।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির নয়, এটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ভারত কী বললো এতে আমরা মাথা ঘামাবো না। আমরা শুনবো জনগণ কী বলছে।’

সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবীনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

রাজধানীর বিভিন্ন স্থান ও ঢাকার আশপাশের এলাকাগুলো থেকে ব্যাপক সমাগম ঘটে এ সমাবেশে। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের মিছিল সমাবেশে যোগ দেয়, ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী (আংশিক) বিএনপির মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী, শ্যামপুর-কদমতলী থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার নেতৃত্বে শ্রমিক দলের মিছিল সমাবেশে যোগ দেয়।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, গুলশান বনানী ক্যান্টনমেন্টের বিএনপি নেতা কামাল জামান মোল্লা, ঢাকা মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, কাউন্সিলর আলী আকবর, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক ও সাব্বির দেওয়ান জনি, শ্যামপুর থানা বিএনপির মো. জাকির হোসেন, ডেমরা থানা বিএনপির সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন খান, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights