‘খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব’

কুমিল্লা প্রতিনিধি

দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব।

শুক্রবার রাতে বাঙ্গুরী ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে বাঙ্গুরী মানবসেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত এলইডি কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে রাত্রিকালীন শর্টপিচ এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে এলাকার যুবকরা। আশা করছি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে তারা। ব্যক্তিগত তহবিল থেকে তাদের মানবসেবা সংগঠনকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করলাম। এছাড়া বাঙ্গুরী প্রাথমিক বিদ্যালয় মাঠের মাটি ভরাটের উদ্যোগ নেব। এর আগে বাঙ্গুরী মধ্য পাড়া ব্রাদার্স ক্লাব বনাম গুনাইঘর একাদশ ক্লাবের মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি।
মো. আবুল হাশেমের ধারাভাষ্যে খেলায় টসে হেরে প্রথমে ব্যাটিং এ নেমে বাঙ্গুরী ব্রাদার্স ক্লাব ১৪ ওভারে ৯৫ রান করেন। পরে গুনাইঘর একাদশ ৯৬ রানের টার্গেট নিয়ে ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ৪২। গুনাইঘর একাদশকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বাঙ্গুরী ব্রাদার্স ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, বাঙ্গুরী ইসলামীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আব্দুল মবিন মাস্টার, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights