গজারিয়ায় সহস্র মানুষের মাঝে কম্বল বিতরণ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় সাহেববাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক।
শনিবার সকাল ১১টায় সাহেববাড়ি সংলগ্ন মাঠে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, সাবেক বিএনপির সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন, গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই আব্দুল মতিন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়জিদ শ্রাবণ।
এছাড়া যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গজারিয়ার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক তপন চৌধুরী।