গাইবান্ধায় নবনির্মিত পিসি গার্ডার ব্রিজের উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা রেল ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর উপর ৮১ মিটার দীর্ঘ নবনির্মিত পিসি গার্ডার ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রবিবার ব্রিজটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মৃদুল মোস্তাফিজ ঝন্টু, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভেড়ামারায় ব্রিজটি নির্মাণ করা হয়।