গাজায় যত ফিলিস্তিনির মুক্তি প্রায় ততজনই গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
দখলদার ইহুদিবাদি ইসরায়েলের বিরুদ্ধে গণহারে ফিলিস্তিনিদের গ্রেফতারের অভিযোগ উঠেছে। প্যালেস্টেনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, গাজায় যত ফিলিস্তিনির মুক্তি প্রায় ততজনকেই গ্রেপ্তার করেছে ইসরায়েল।
জানা গেছে, যুদ্ধবিরতি চলাকালে প্রথম চারদিনে হামাস ৬৯ জিম্মিকে মুক্তি দেয়। তাদের মধ্যে ইসরায়েলি ৫১ জন ও অন্য দেশের নাগরিক ১৮ জন। অন্যদিকে, একই সময়ের মধ্যে ইসরায়েল থেকে মুক্তি পেয়েছে ১৫০ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১১৭ শিশু ও ৩৩ নারী। কিন্তু একই সময়ের মধ্যে ১৩৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল, হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে তিন গুণ ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। সে শর্ত মেনে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিলেও, যুদ্ধবিরতি চলাকালে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে প্রায় একই সংখ্যক মানুষকে গ্রেপ্তার করেছে ইসরাইলিবাহিনী।