গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের নজিরবিহীন যুদ্ধ চলছে। এরই মধ্যে বুধবার পঞ্চম দিনে প্রবেশ করেছে এই যুদ্ধ। বিগত চার দিনের সংঘাতে বহু সংখ্যক প্রাণহানি ঘটেছে উভয় দেশেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনে প্রাণ গেছে ৯০০ জনের।

যুদ্ধের এই পরিস্থিতিতে গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ কথা জানিয়েছেন।

সংবাদসংস্থা রয়টার্সের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গাজা সীমান্ত বেষ্টনির কাছে ইসরায়েলি সেনাদের সাথে কথা বলছিলেন গ্যালান্ট। এ সময় তিনি বলেন, “আমরা আকাশ থেকে আক্রমণ শুরু করেছি, পরে আমরা স্থলভাগে থেকেও আক্রমণ করবো। আমরা দ্বিতীয় দিন থেকে এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছি এবং আমরা আক্রমণ চালিয়ে যাচ্ছি। এই আক্রমণ আরো তীব্র হবে।

তিনি আরো বলেন, “হামাস একটি পরিবর্তন চেয়েছিল। সত্যিই এটি একটি পরিবর্তন করবে। তা হলো গাজায় যা ছিল তা আর থাকবে না।” সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights