গাজার একাংশ এখনই দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনাও দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

এদিকে গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সেনারা।

অন্যদিকে গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে। বরং নেতানিয়াহুর বাড়ির সামনে বিভিন্ন দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই গাজার এক অংশ দখলে করে নেবেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি দিতে যত দেরি করবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব। মঙ্গলবার থেকে গাজা নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। বর্বরোচিত নতুন এই হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights