গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নরসিংদী জেলার রায়পুরা থানার মেথিকান্দা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (৪৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের বসুগাঁও এলাকায় বসবাস করতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নাজিউর রহমান সাংবাদিকদের জানান, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইন দিয়ে হাঁটছিলেন আল আমিন। একপর্যায়ে তিনি একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।