গাজীপুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের চান্দনা এলাকায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে ৭ বছরের শিশু মারিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপির উপ-কমিশনার (অপরাধ, উত্তর বিভাগ) আবু তোরাব মো. শামছুর রহমান।

নিহত মারিয়া আক্তার শেরপুর জেলার নলবাইদ গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে। মারিয়া চান্দনা প্রতিভা মডেল একাডেমী স্কুলে নার্সারীতে পড়াশুনা করতো।
গ্রেফতার মো: জুয়েল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা বৌ বাজার এলাকায় আব্দুল হালিমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ, উত্তর বিভাগ) আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, গত ১৪ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মারিয়া আক্তার বাসার উঠানে যায়। সন্ধ্যা অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় ভিকটিমের মা-বাবা আশেপাশের ভাড়াটিয়া বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরের দিন (১৫ জানুয়ারী) রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকার হযরত আলী ড্রাইভারের মালিকানাধীন জমির ঝোপঝাড়ের ভেতর অজ্ঞাত নামা শিশুর মৃতদেহ দেখে লোকজন বাসন থানা পুলিশকে সংবাদ দেয় এবং ভিকটিমের মা বাবা মৃতদেহ তাদের মেয়ে বলে শনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের পাশের বাসার ভাড়াটিয়া জুয়েলকে সোমবার দিবাগত রাতে তার নিজ ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

উপ-কমিশনার আরও বলেন, আর্থিক লেনদেন নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে জুয়েল কৌশলে মারিয়াকে তেলিপাড়া এলাকায় নিয়ে হাত ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে গুম করার উদ্দেশ্যে ঝোপঝারের ভিতর গাছের পাতা দিয়ে মরদেহ ঢেকে রাখে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত উপ-কমিশনার মো. খায়রুল আলম, সহকারী কমিশনার ফাহিম আসজাদ সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights