গুম-খুন ও পঙ্গুত্বের শিকার কর্মীদের তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ যুবদল নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নগরীর শহীদ পরিবারগুলোর কাছে ঈদ উপহার তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য গত ১৭ বছরে বিএনপির অগণিত নেতাকর্মীদেরকে গুম, খুন, পঙ্গু করেছে। জনগণের মৌলিক অধিকার গণতন্ত্রকে ধ্বংস করে এক নায়কতন্ত্র টিকিয়ে রাখার জন্য, যা যা করা দরকার তার সবই করেছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সবকিছু করেছে অবলীলায়, আয়নাঘর যার জলন্ত উদাহরণ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাবেক কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, রিদুওয়ান হোসেন জনি, শফিউল বাশার শামু প্রমুুখ।
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ মো. সেলিম, শহীদ হুমায়ুন কবির, শহীদ সাইদুল ইসলাম (সেলু ড্রাইভার), আরাফাত (পঙ্গু), মোঃ ইসমাইল হোসেন রাজিব (আহত), শহীদ মো. নাছির, মো. ইয়াছিন (আহত), শহীদ হারুন চৌধুরী, মো. জুয়েল (চোখে আঘাতপ্রাপ্ত), শহীদ মোঃ ইউসুফ ও শহীদ মোহাম্মদ আলম গত বছরের ৪ আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন। এসব শহীদের পরিবারের কাছে তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights