গোপালগঞ্জে অস্ত্র বহনে ৬ দিনের নিষেধাজ্ঞা জারি
অনলাইন ডেস্ক
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে ১১ আগস্ট থেকে অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর ৬ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এতে বলা হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর এ সফরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ১১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ লঙ্ঘিত হলে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।